BanglaTube Alignment
BanglaTube Alignment একটি সহযোগী সংগঠন যেটা বাংলাটিউব নামে অনলাইন প্ল্যাটফর্ম করতে আগ্রহী।যার মূল শ্লোগান- "বিনোদন হোক উন্মুক্ত।" বলতে পারেন, এটা ইউটিউবের মতো একটি প্রতিষ্ঠান হতে চলেছে।এটি হবে মূলত অনলাইন ভিডিও শেয়ারিং সাইট।যার মালিকানা থাকবে বাংলাদেশে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যা থেকে আয় করবে।এজন্যে বাংলাদেশের বড় বড় বিজনেস গ্রুপগুলোকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।শুধু বাংলা নয়- বাংলা, ইংরেজি, হিন্দি, তামিল, স্প্যানিশ, রুশ, জাপানি, সিংহলি ভাষার প্রাধান্য থাকবে।বিভিন্ন ছোট ছোট কোম্পানির বিজ্ঞাপন দিয়ে যার আয় হবে।ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলো হয়ে উঠবে দৃশ্যপটে দৃশ্যমান।
যেখানে দেশ-বিদেশের বাংলা, ইংরেজি, হিন্দি ভাষায় চলচ্চিত্র মুক্তি পাবে এবং মিউজিক ভিডিওগুলো Launch হবে।শিক্ষামূলক ভিডিও ছাড়াও টিভি অনুষ্ঠান, স্বল্পদৈর্ঘ্য-প্রামাণ্য চলচ্চিত্র, মুভি ট্রেলার থাকবে।তাছাড়া মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন ভিডিও প্রচারিত হবে না।বাংলাদেশের রাষ্ট্রীয় রাজস্বে ভূমিকা রাখার মতো করে উদ্যোগ এগুবে।একটি নির্দিষ্ট অংশ সেবামূলক দাতব্য প্রতিষ্ঠানে দিতে হবে।সর্বোপরি যেটা হবে অ্যান্ড্রয়েড ফোনের উপযোগী।
Social Coordinator: Mushfiq Borat ( মুশফিক বরাত )